নাম
এম হেলাল
-->
৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা (১৩ তলা) ঢাকা ১০০০
ডাকঘরঃ ভবানীগঞ্জ
থানাঃ লক্ষ্মীপুর সদর
জেলাঃ লক্ষ্মীপুর
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র (সিএসডিসি): একটি উদ্ভাবনী, অ-লাভজনক বহুমুখী সংস্থা -যা জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে নিবেদিত;
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকাঃ শিক্ষা ও যুব উন্নয়নে নিবেদিত বাংলাদেশের প্রথম পত্রিকা -যা সুদীর্ঘ ৩ দশক থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে;
লক্ষ্মীপুর বার্তাঃ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির ওপর প্রকাশিত পত্রিকা -যা সুদীর্ঘ দু’যুগ ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এবং যার লক্ষ্য এলাকভিত্তিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন।
ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট্স এসোসিয়েশন;
আইভরি ম্যানডারলী সোসাইটি;
ফ্রি কম্পিউটার ট্রেনিং; ওয়েব পোর্টাল অন এডুকেশন এন্ড ডেইলী নিড্স; শিক্ষানবিশ কর্মসূচি; ইউনিভার্সিটি প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স (ইউপিপি): যা যুব সমাজের কর্মদক্ষতা ও নৈতিক শক্তি বৃদ্ধি এবং তাদেরকে সমাজসেবা ও জাতি জাগরণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে দেশপ্রেমী ও মানবতাবাদী করে গড়ে তুলছে এবং গরীব ও মেধাবী ছাত্রদের জ্ঞানার্জনের অবসরে অর্থ উপার্জনে সহায়তা করছে;
www.campus.org.bd
www.dailyneeds.com.bd
www.greaternoakhali.net.bd
www.lakshmipurbarta.net.bd
এম হেলাল
সম্পাদক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা
৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা (১৩ তলা) ঢাকা ১০০০
৯৫৫০০৫৫, ৯৫৬০২২৫, ৭১২৩৭০০ (অফিস)
৯৫৭৭৩০১
ফয়েজেন্নেছা চৌধুরানী
মরহুম মোঃ আবুল বাশার
ডাকঘর: ভবানীগঞ্জ
থানা: লক্ষ্মীপুর সদর
জেলা: লক্ষ্মীপুর
জন্মসূত্রে বাংলাদেশী
ইসলাম
* কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন লক্ষ্মীপুর কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি এবং ভবানীগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি উত্তীর্ণ।
* ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান (Accounting)-এ বিকম (অনার্স), এমকম ডিগ্রী লাভ এবং এলএল বি সম্পন্ন
* ডক্টর অব ফিলসফি, সমাজবিজ্ঞান অনুষদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কানাডা, ২০১৫। গবেষণার শিরোনামঃ সৃজনশীলতা ও চিন্তাশক্তি বৃদ্ধিঃ ছাত্র-তরুণদের মেধা ও মনন বিকাশ ঘটানোর প্রেক্ষাপটে একটি পর্যালোচনা
* সর্বক্ষেত্রে সত্য, ন্যায়, গণতন্ত্র ও জ্ঞানের চর্চা;
* প্রকৃত ও প্রাকৃত হওয়া;;
* অন্যকে সাহায্য করা এবং অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা;;
* লোভ-লালসা, অহংকার ও ঈর্ষামুক্ত জীবন যাপন;;
* স্রষ্টা ও প্রকৃতির শক্তিতে বিশ্বাস, আস্থার সাথে কর্মসম্পাদন এবং প্রতিশ্রুতি রক্ষা।
* ২০২০ সালের মধ্যে বাংলাদেশে জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠন;
* শিক্ষা ও যুব উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন;
* যুব সমাজের চিন্তা ও মননে আলোর প্রজ্জ্বলন তথা Mind igniting -এর মাধ্যমে উন্নততর মানুষ বা Superior human being করে গড়ে তোলা;
* মানুষের দৈনন্দিন জীবনে যুক্তি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নততর ও আধুনিক সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা;
* ব্যক্তি-সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও গণতন্ত্রের চর্চায় উদ্বুদ্ধকরণ।
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র (সিএসডিসি): একটি উদ্ভাবনী, অ-লাভজনক বহুমুখী সংস্থা -যা জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে নিবেদিত;
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকাঃ শিক্ষা ও যুব উন্নয়নে নিবেদিত বাংলাদেশের প্রথম পত্রিকা -যা সুদীর্ঘ ৩ দশক থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে;
লক্ষ্মীপুর বার্তাঃ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির ওপর প্রকাশিত পত্রিকা -যা সুদীর্ঘ দু’যুগ ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এবং যার লক্ষ্য এলাকভিত্তিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন।
ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট্স এসোসিয়েশন;
আইভরি ম্যানডারলী সোসাইটি
ফ্রি কম্পিউটার ট্রেনিং; ওয়েব পোর্টাল অন এডুকেশন এন্ড ডেইলী নিডস; শিক্ষানবিশ কর্মসূচি; ইউনিভার্সিটি প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স (ইউপিপি): যা যুব সমাজের কর্মদক্ষতা ও নৈতিক শক্তি বৃদ্ধি এবং তাদেরকে সমাজসেবা ও জাতি জাগরণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে দেশপ্রেমী ও মানবতাবাদী করে গড়ে তুলছে এবং গরীব ও মেধাবী ছাত্রদের জ্ঞানার্জনের অবসরে অর্থ উপার্জনে সহায়তা করছে;
* www.campus.org.bd
* www.dailyneeds.com
* www.greaternoakhali.net
* www.lakshmipurbarta.info
* জীবন-সদস্য, বাংলা একাডেমী, ঢাকা;
* জীবন-সদস্য, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ;
* জীবন-সদস্য, নজরুল ইনস্টিটিউট, ঢাকা;
* জীবন-সদস্য, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (DUAA);
* জীবন-সদস্য, সলিমুল্লাহ মুসলিম হল এলামনাই এসোসিয়েশন;
* জীবন-সদস্য, একাউন্টিং এলামনাই;
* জীবন-সদস্য, সিলভা ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট্স এসোসিয়েশন
(SIGA-Bangladesh);
* জীবন-সদস্য, বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (BECA);
* জীবন-সদস্য, বাংলাদেশ বুক ক্লাব;
* উপদেষ্টা, বাংলাদেশ ছাত্র-কল্যাণ সংস্থা;
* সদস্য, শের-ই-বাংলা ন্যাশনাল একাডেমী;
* আহ্বায়ক, লক্ষ্মীপুর শিক্ষা উন্নয়ন ট্রাস্ট;
* সাহিত্য-প্রকাশনা ও সংস্কৃতি সম্পাদক, লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকা;
* সদস্য, বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা;
* সদস্য, ঢাকা মহানগর সমাজ কল্যাণ প্রকল্প।
* ঢাকা কমার্স কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা;
* পরিচালনা পর্ষদ সদস্য (৩ মেয়াদে) : ঢাকা কমার্স কলেজ;
* পরিচালক, বৃন্ত বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি, ঢাকা;
* সদস্য সচিব, গঠনতন্ত্র পুনর্বিন্যাস ও আধুনিকায়ন কমিটি, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন;
* আহ্বায়ক, গঠনতন্ত্র প্রণয়ন কমিটি, মেহেরবা প্লাজা ওনার্স এসোসিয়েশন;
* বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সিটি সোস্যাল সার্ভিস প্রোগ্রাম-৪ এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক;
* সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা;
* বিভিন্ন উপলক্ষে শতাধিক স্যুভেনির সম্পাদনা ও প্রকাশনা;
* সাধারণ সম্পাদক (৪ মেয়াদে) : আর্কেডিয়া ড্রিম ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন;
* ছাত্রদের নির্বাচিত সাহিত্য সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদে দায়িত্ব পালন (১৯৮১-’৮৩)
* দু’বার এস এম হল -এর বার্ষিক ম্যাগাজিন সম্পাদনা ও প্রকাশনা (১৯৮২+’৮৩), যা তৎপর্যন্ত উন্নততর প্রকাশনা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে ব্যতিক্রমী সংযোজন;
* ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:হল নাট্য পুরষ্কার ’৮২ লাভ;
* ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে সাহিত্য কর্মের জন্য সাহিত্য পুরস্কার ’৮৩ লাভ;
* জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় সলিমুল্লাহ মুসলিম হল টিম পরিচালনা;
* ১৯৮৩ সালে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের পক্ষপাতিত্বের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের ও পরিচালনা;
* বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর -এর সিনিয়র সার্জেন্ট এবং ১৯৮২ ও ’৮৩ সালে যথাক্রমে জুনিয়র এবং সিনিয়র মিলিটারী সায়েন্স পরীক্ষায় উত্তীর্ণ;
* ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছিনতাই ও সন্ত্রাসমুক্ত করতে গঠিত ছাত্র ব্রিগেড (স্টুডেন্টস্ এলায়েন্স ফোর্স) -এর অন্যতম সংগঠক;
* ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লিও ক্লাব -এর জেনারেল সেক্রেটারী;
* লক্ষ্মীপুর মহকুমা (বর্তমানে লক্ষ্মীপুর জেলা) ছাত্র সমিতি গঠন এবং ১৯৮০ থেকে ’৮২ পর্যন্ত এর আহ্বায়ক;
* বাংলাদেশের আঞ্চলিক ঘটনাবলীর ওপর প্রথম প্রকাশিত বুলেটিনের সম্পাদনা বোর্ডের সভাপতি ছিলেন;
ইউকে, জার্মানী, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালী, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সৌদি আরব, ইউএই, কাতার এবং ভারত
সাংবাদিকতায় দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ ১৯৯০ সাল থেকে বাংলাদেশ সরকারের এক্রিডিটেশন কার্ডলাভ।